দেশ

নিজের কেন্দ্রে প্রচারে গিয়ে বিপাকে বিক্রম সাইনি, উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ককে তাড়া করে গ্রামছাড়া করল স্থানীয়রা

সামনেই উত্তরপ্রদেশের ভোট । প্রার্থীরা জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন। এমতাবস্থায় নিজের বিধানসভা এলাকার এক গ্রামে গিয়ে এমন নাজেহাল হতে হবে তা বোধহয় ভাবতে পারেননি বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি। অভিযোগ, গ্রামবাসীদের একাংশ বিক্রম গ্রামে আসার পরই এমন বিরোধিতা শুরু করেন ও স্লোগান দিতে থাকেন যার জেরে শেষ পর্যন্ত প্রচার না করেই ফিরে যেতে বাধ্য হন ওই বিধায়ক। রীতিমতো খেদিয়ে তাড়িয়ে দিলেন খাটাউলির বিধায়ককে। সেই ভিডিও ভাইরাল। 
ভিডিওতে দেখা গেল, এক দল ভোটার তাড়া করে বিধায়ক সাইনিকে গাড়ি পর্যন্ত ধাওয়া করলেন। তিনি পড়ি কি মরি করে গাড়িতে ওঠেন। এর পরও স্থানীয়রা চুপ থাকেননি। তাঁর বিরুদ্ধে লাগাতার স্লোগান দিয়ে গিয়েছেন। অগত্যা বিধায়ক গাড়িতে বসে হাত জোড় করে কোনওমতে নিজের কেন্দ্র ছাড়েন।  অতীতে তিনি অনেক বড় বড় কথা বলেছেন। বিতর্কিত মন্তব্য করেছেন। শাসিয়েছেন। বলেছিলেন, যারা দেশে নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের বোম মেরে উড়িয়ে দেবে। এবার নিজের কেন্দ্রে গিয়েই নিরাপত্তাহীনতায় ভুগলেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে বারবার কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সাইনি। সেই নিয়েই তাঁর নিজের কেন্দ্রে ক্ষোভ তৈরি হয়েছিল ভোটারদের মনে। এমনটাই জানা গিয়েছে। তবে শুধু কৃষক আন্দোলন নিয়ে নয়, বহু বিষয়েই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বলেছিলেন, ‘‌আমাদের দেশের নাম হিন্দুস্তান। অর্থাৎ হিন্দুদের রাষ্ট্র।’‌ একবার এও বলেছিলেন, ‘‌যাঁরা গোহত্যা করবে, তাঁদের পা ভেঙে দেব।’‌