কলকাতা

রবিবার থেকে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আজ প্রধানত পরিষ্কার আকাশ থাকলেও উপকূলবর্তী এলাকাগুলোয় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷ আগামী ৩ দিন রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ এমনকি শিলাবৃষ্টির কথা জানিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, “আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে আজ থেকে উপকূলের কাছাকাছি কয়েকটি জেলায় দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।” আগামীকাল ২২ জানুয়ারি একই ধরনের আবহাওয়া থাকবে। ২৩ এবং ২৪ জানুয়ারি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া মাঘে বৃষ্টিপাতের কারণ ৷ ২৩ জানুয়ারি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা মূলত উত্তর পশ্চিম দিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ জানুয়ারি মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টি কমবে । ২৬ জানুয়ারি থেকে ফের আবহাওয়া পরিষ্কার হবে, জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিক ৷ আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি বেড়ে যাবে। বৃষ্টি কাটলে ২৬ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা কমবে, ফিরবে ঠান্ডার আমেজ ।আগামী দু’দিন উত্তরের জেলাগুলো বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২২-২৪ জানুয়ারি এই জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি বাড়বে। ২২ জানুয়ারি শনিবার এই জেলাগুলোয় শিলাবৃষ্টিও হতে পারে । অকাল বৃষ্টি এবং শিলা বৃষ্টিতে শীতকালীন সবজি এবং ফসলের নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, সতর্ক করেছে হাওয়া অফিস।