ভাইরাল

‘বেটি পটাও’, মুখ ফস্কে বলে ফের বিড়ম্বনায় প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

https://twitter.com/suryapsingh_IAS/status/1484051506932633601

বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানকে দেশীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বলে ধরা হয়। এবার সেই স্লোগানই ভুল ভাবে উচ্চারণ করে বিড়ম্বনার মুখে পড়লে মোদি। তার জেরে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না নেটিজেনরাও। বৃহস্পতিবার ব্রহ্ম কুমারী আয়োজিত ‘আজাদি কি অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারত কি ঔর’ কর্মসূচি অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফস্কে ‘বেটি পড়াও’ বলতে গিয়ে ‘বেটি পটাও’ বলে ফেলেন। নিছকই উচ্চারণগত ভুল। কিন্তু তা ঘিরেই শুরু হয়ে যায় কটাক্ষ। প্রধানমন্ত্রীকে ট্রোল করতে ছাড়লেন না নেট দুনিয়া। তাঁঁকে নিয়ে শুরু হয়ে যায় মিমের বন্যা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিতে গিয়ে টেলিপ্রম্পটার বিভ্রান্তিতে নাজেহাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিপ্রম্পটার প্রসঙ্গে রাহুল গান্ধী কটাক্ষ করে হিন্দিতে একটি ট্যুইট করেন। তিনি লিখেছেন – “ইতনা ঝু্ঠ টেলিপ্রম্পটার ভি না ঝেল পায়া”। যার বাংলা অর্থ – এমনকি টেলিপ্রম্পটারও এমন মিথ্যাচার সহ্য করতে পারেনি।