কলকাতা

নবান্নে এল শিক্ষা দফতরের প্রস্তাব, ফের স্কুল খোলা নিয়ে ভাবনাচিন্তা শুরু রাজ্য সরকারের

ফের স্কুল চালু করার তৎপরতা শুরু রাজ্যে। সূত্রের খবর, অবিলম্বে স্কুল খুলতে চায় রাজ্য স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে স্কুল চালু করার দাবি উঠছে। স্কুল খোলার বিষয়ে আজ শুক্রবার মুখ্য সচিবের কাছে পাঠানো হল শিক্ষা দফতরের প্রস্তাব। বিষয়টি নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসতে চলেছে নবান্ন । এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালু করতে চাইছে শিক্ষা দফতর। তারপর ধাপে-ধাপে নীচু ক্লাসগুলোর পঠনপাঠনের কথা ভাববে রাজ্য সরকার ৷ স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। এমনটাই সূত্রে খবর। উল্লেখ্য, দীর্ঘ ২০ মাস পর গত ১৬ নভেম্বর রাজ্যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চালু হয়েছিল স্কুল৷  কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ, সঙ্গে ওমিক্রনের আতঙ্কে ফের জানুয়ারির শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান-সহ রাজ্যের সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷