নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির থ্রি-ডি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরবর্তীকালে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির মূর্তি স্থাপিত হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নেতাজি দেশভক্তির প্রতীক। স্বাধীনতা ছিনিয়ে নিতে শিখিয়েছেন নেতাজি। নেতাজি স্বাধীন, অসাম্প্রদায়িক ভারতের বিশ্বাস জুগিয়েছিলেন। এই মূর্তি স্বাধীনতার নায়কের প্রতি দেশের শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সুভাষ চন্দ্র বসু ব্রিটিশদের সামনে মাথা নত করতে অস্বীকার করেন। শীঘ্রই হলোগ্রাম মূর্তিটি একটি গ্রানাইট মূর্তি দ্বারা প্রতিস্থাপিত হবে।
নেতাজির মূর্তি গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”প্রধানমন্ত্রীর আক্ষেপ, “দুর্ভাগ্যবশত, স্বাধীনতার পরে দেশের সংস্কৃতি ছাড়াও অনেক মহান ব্যক্তির অবদানকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এটা আমার সৌভাগ্য যে আমাদের সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ফাইলগুলি প্রকাশ করার সুযোগ পেয়েছে।” মোদি বলেন, “নেতাজি বলতেন, স্বাধীন ভারতের স্বপ্নে বিশ্বাস হারাবেন না, বিশ্বের এমন কোনও শক্তি নেই যে ভারতকে নাড়া দিতে পারে। আজ আমাদের একটা লক্ষ্য আছে স্বাধীন ভারতের স্বপ্ন পূরণ করা। ২০৪৭ সালের স্বাধীনতার ১০০ বছর আগে একটি নতুন ভারত গড়ার লক্ষ্য আমাদের রয়েছে।”এদিনের মঞ্চ থেকে নাম না করেই ফের কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, “দেশের স্বাধীনতা সংগ্রামীদের এতদিন ভোলানোর চেষ্টা হয়েছে, ইতিহাস লুকানোর চেষ্টা হয়েছে, সেই ভুল সংশোধন করছে দেশ ৷ “