দেশ

এবার থেকে ঘরে বসেই মিলবে ‘ভোটার কার্ড’, নয়া প্রকল্প নির্বাচন কমিশনের

জাতীয় ভোটার দিবসের আগে তাই ভোটদাতাদের জন্য বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের। বাড়ি বয়ে এ বার ভোটারদের হাতে কার্ড পৌঁছে দেবে তারা। মঙ্গলবার এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। মঙ্গলবার রাজ্যে প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার যেমন ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আওতায় একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, তেমনই বাড়িতে গ্রাহকের হাতে ভোটার কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে কমিশন। এ নিয়ে ডাকঘরের

দফতরের সঙ্গে কথা হয়ে গিয়েছে তাদের। তাতে ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর পর কোথাও যেতে হবে না নাগরিককে। বরং ডাকযোগে বাড়িতেই কার্ড এসে পৌঁছবে। তবে শুধু ভোটার কার্ডই নয়, কমিশনের পাঠানো পার্সেলে থাকবে বেশ কিছু তথ্য। মূলত নতুন ভোটারদের জন্য ওই তথ্য পাঠানো হবে। কী ভাবে ভোট দিতে হবে, কী কী করতে হবে নতুন ভোটারদের, সমস্ত কিছু বিশদে বর্ণনা করা থাকবে তাতে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটার কার্ড পেতে অনেক সময়ই হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তা থেকে মুক্তি দিতেই এমন পদক্ষেপ।