প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির ছিলেন এ রাজ্যের জেলাশাসকরা ৷ সেই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷ শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন, “জেলাশাসকদের গরহাজিরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলাম । ২২ জানুয়ারি ওই বৈঠকে দেশের ১৯০টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছিলেন । কিন্ত বাংলার জেলাশাসকরা ওই বৈঠকে ছিলেন না । শুধু কেন্দ্রীয় সরকারের উপর মিথ্যা বঞ্চনার অভিযোগ করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কী লাভ ? কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতার জন্য হাত বাড়ালেও রাজ্য সরকারের মনোভাব ঠিক নেই ।” নানা ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাত অব্যাহত রাজ্য সরকারের । আইপিএস ক্যডার বিধিতে বদল আনতে কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পাল্টা হিসাবেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে শুভেন্দু চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে । এই চিঠি যাওয়ার পর কেন্দ্র কোনও পদক্ষেপ করে কিনা সেটা দেখার বিষয়। এমনকী কতদূর জল গড়ায় সেদিকেই তাকিয়ে সবাই।