কলকাতা

এবার থেকে বাড়িতে পৌঁছে যাবে নতুন ভোটার কার্ড, নয়া ঘোষণা নির্বাচন কমিশনের

ভোটার কার্ড পেতে আরও ঝঞ্ঝাট পোহাতে হবে না। ছুটতে হবে না অফিসে। এবার বাড়িতে বসেই মিলবে ভোটার কার্ড। মঙ্গলবার ছিল জাতীয় ভোটার দিবস। এদিন সেই উপলক্ষে এদিন কলকাতায় জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই এই নয়া ঘোষণা করা হল। জানানো হল, ভোটার কার্ড পৌঁছে যাবে আবেদনকারীদের বাড়িতে। আর সাদা কালো নয়, এবার কার্ড হবে রঙিন। আবেদন করলে নতুন ভোটারদের রঙিন কার্ড সিল করা খামে পৌঁছে যাবে বাড়িতে। পোস্ট অফিসের সঙ্গে এমনই চুক্তি করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবসে এমনই জানানো হয়েছে। মুখবন্ধ খামে থাকবে ভোটার কার্ড, জেলাশাসকের চিঠি, শপথবাক্য এবং ভোটার গাইডলাইনস।