৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে দেশ। প্রজাতন্ত্র দিবসের প্রাক কালের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি। জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, “করোনার বিরুদ্ধে মানবজাতির লড়াই এখনও জারি রয়েছে। করোনা মহামারী হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে। পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাইরাস নতুন নতুন সংকট তৈরি করেছে।” এদিন ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি বলেন, “৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সমস্ত ভারতবাসী এবং প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা। আসুন সকলে মিলে সেই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি যাঁরা আমাদের স্বরাজের স্বপ্ন দেখিয়েছিলেন, যাঁরা স্বাধীনতার জন্য লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিলেন। দুই দিন আগে ২৩ জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করেছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং তাঁর লক্ষ্য, আদর্শ সমস্ত দেশবাসীর জন্য অনুপ্রেরণা।”