পদ্মভূষণ সম্মান ফেরালেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পদ্ম-সম্মানে সম্মানিত করা হয় মঙ্গলবার ৷ পরিপ্রেক্ষিতে বুদ্ধবাবু জানান, এই সম্মান তিনি গ্রহণ করছেন না ৷ কেন্দ্রীয় সরকারের সচিবালয় থেকে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে পদ্ম-সম্মানের জন্য ফোন করা হলে প্রাথমিকভাবে পরিবার তাতে সম্মতি জানায় ৷ কিন্তু নরেন্দ্র মোদি সরকারের তরফে প্রদান করা এই সম্মান তিনি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সন্দেহ ছিলোই ৷ পরবর্তীতে বুদ্ধবাবু জানতে পেরে পদ্ম-সম্মান ফিরিয়ে দিতে দু’বার ভাবেননি ৷ ছোট্ট বিবৃতিতে তিনি বলেন, “পদ্মভূষণ নিয়ে আমায় কেউ কিছু জানায়নি ৷ যদি আমায় পদ্মভূষণ দেওয়া হয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি ৷”