বহু পুরানো ও মানধাতার আমলের আইসিএফ কোচ দিয়ে চালানো বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত ও নিহত হয়েছেন বহু মানুষ। সেই ঘটনা থেকেই শিক্ষা পেয়ে নতুন ও অত্যাধুনিক কোচ দেওয়া হল হাওড়া-পুরুলিয়া রুটে। আধুনিক এলএইচবি কোচ পেল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। গত মঙ্গলবার রাতেই হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছেছে ট্রেনটি। দোমহনির ট্রেন দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হলেও প্রশ্নের মুখে পড়ে রেলের পর্যবেক্ষণে। বিশেষ করে আইসিএফ কোচ নিয়ে ভুরিভুরি অভিযোগ থাকলেও কেন তা বদল করা হচ্ছে না? অবশেষে দেরীতে হলেও দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বদল হচ্ছে রেলের কোচ। যার মধ্যে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস পেল নতুন এলএইচবি কোচ। যাতে চড়ে খুবই খুশি যাত্রীরা। কিছু যাত্রী জানিয়েছেন, ‘দারুণ কোচ। পুলিশি নিরাপত্তা দারুণ। সফর খুব ভালো হল। যাত্রী সুরক্ষা নিশ্চিত হবে এই কোচে। আমরা তো ভাবতেই পারি নি পুরুলিয়া কখনও এই ট্রেন পাবে। অনেক ভালো সুবিধা। বিশেষ করে বাথরুমটা ভীষণ উন্নত ধরনের। আমরা এমনটাই দাবি করেছিলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, এবার অবশ্য একটা বিষয় আমাদের যাত্রীদেরও এটা মেনটেইন করতে হবে।’