কলকাতা

এবার খাস কলকাতা থেকে উদ্ধার ৩ লক্ষ টাকার জাল নোট, ধৃত ১

এবার খাস কলকাতা থেকে উদ্ধার ৩ লক্ষ টাকার জাল নোট। প্রজাতন্ত্র দিবসের আগে শহর জুড়ে চলছিল নাকা তল্লাশি । এর মধ্যেই ময়দানের বিধান মার্কেট এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত গোপালকৃষ্ণ পাওয়ার মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে মিলেছে ২ হাজার ১০০টি ও ৫০০ টাকার ২০০টি জাল নোট। মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায়ই জাল নোট উদ্ধার হয়। এবার জাল নোট পাচারে মহারাষ্ট্র-যোগ পুলিশকে ভাবাচ্ছে। জাল নোটগুলি মালদা থেকে এনে পাচার করা হচ্ছিল, নাকি মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রের খবর, এই গোপাল কিষান পাওয়ার মহারাষ্ট্রের জালনোট পাচারকারী দলের সদস্য । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে । কোথায় পাচারের উদ্দেশ্যে ওই ব্যক্তি এই বিপুল পরিমাণ জালনোট নিয়ে ময়দান থানা এলাকার বিধান মার্কেট চত্বরে উপস্থিত হয়েছিল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা । বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে ৷