সে সাধারণতন্ত্র দিবস হোক বা স্বাধীনতা দিবস। এক এক বার এক এক রাজ্যের চিহ্ন উঠে আসে তাঁর পরিধানে। এবার, ৭৩তম সাধারণতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না। প্রধানমন্ত্রীর পোশাকে দেখা গেল উত্তরাখণ্ড আর মণিপুরের ছাপ।
মাথায় যে টুপিটি পরলেন নরেন্দ্র মোদি, সেটি উত্তরাখণ্ডের। তাতে আবার ব্রহ্মকমল আঁকা। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের প্রধান ফুল হল এই ব্রহ্মকমল। প্রধানমন্ত্রী যখন কেদারনাথে পুজো দিতে যান, তখন এই ফুল নিবেদন করেন। এদিনের পোশাকে সেই উত্তরাখণ্ডের ছবি উঠে আসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বললেন, এই টুপি পরে প্রধানমন্ত্রী তাঁদের রাজ্যের গৌরব বাড়িয়েছেন। এদিন প্রধানমন্ত্রীর গায়ে ছিল সাবেকী মণিপুরি চাদর। যাকে বলে ‘লেইরাম ফি’। মণিপুরের মেটেই উপজাতিরা এই চাদর বোনে। তবে নিন্দুকরা বিষয়টি এত সোজাভাবে নিচ্ছেন না। তাঁদের কথায়, এই দুই রাজ্যেই আগামী মাসে ভোট। রাজ্যবাসীদের আবেগটাকেই আসলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী।