সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে উঠল কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ৷ সেই অভিযোগের ভিত্তিতে গুগলের সিইও-র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে পুলিসে৷ বুধবার সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগ আনেন ছবি পরিচালক সুনীল দর্শন৷ পিচাই ছাড়া আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিস৷ মুম্বই পুলিস জানিয়েছে, আদালতের নির্দেশে সুন্দর পিচাই এবং বাকিদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ প্রশ্ন উঠছে, কেন এই অভিযোগ দায়ের হয়েছে ? জানা গিয়েছে যে ওই চিত্র নির্মাতার দাবি ‘এক হাসিনা থি, এক দিওয়ানা থা‘ নামের একটি গান ইউটিউবে আপলোড করা হয় ৷ সেই গানটি আপলোড করা হয়েছিল কপিরাইট লঙ্ঘন করে ৷ তার পরও গুগল কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ সুনীল দর্শনের অভিযোগ, তাঁর পরিচালিত ‘এক হাসিনা থি এক দিওয়ানা থা’ ছবি ইউটিউবে একজন স্বীকৃতিহীন ব্যক্তিকে আপলোড করার অনুমতি দিয়েছে গুগল৷ এটা কপিরাইট ভঙ্গের শামিল৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, সুন্দর পিচাইকে ভারত সরকার পদ্মভূষণে সম্মানিত করতে চলেছে ৷ গতকালই তাঁর নাম ঘোষণা করা হয়েছে সরকারের তরফে ৷