ক্রীড়াজগতের ইতিহাসে অন্যতম বড় সম্মান ৷ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন টোকিয়ো অলিম্পিকসে সোনজয়ী নীরজ চোপড়া। এই অনন্য সম্মান জেতার জন্য নীরজের লড়াই হবে বিশ্বের আরও পাঁচজন খ্যাতনামা ক্রীড়াবিদের সঙ্গে ৷ তাঁরা হলেন সদ্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা রাশিয়ার ড্যানিল মেদভেদেভ, ১৮ বছরে ইউএস ওপেন জয়ী টেনিস সেনসেশন এম্মা রাদুকানু, বার্সেলোনার ফুটবলার প্রডিজি পেদ্রি, সাঁতারু আরিয়ার্ন তিতমাস এবং অ্যাথলিট ইউলিমার রোজাস ৷অন্যদিকে দিল্লিতে বসছে নীরজ,সিন্ধু, লভলিনাদের মূর্তিএবার অলিম্পিকে উজ্জ্বল নক্ষত্রদের মূর্তি বসছে রাজধানীতে। উত্তর দিল্লির মুকুন্দ চক থেকে এমসিডি কলোনি পর্যন্ত প্রায় ৯০০ মিটার দীর্ঘ রাস্তাকে নতুন করে সাজিয়ে তুলতে চলেছে পিডব্লিউডি । মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাস্তা সংস্করণ প্রকল্পের অন্তর্গতই এই কর্মসূচি। সেই রাস্তারই নাম দেওয়া হচ্ছে অলিম্পিক্স বীথি। গোটা পথজুড়ে থাকবে খেলার আমেজ। রাস্তার দু’ধারে শোভা পাবে খেলা সংক্রান্ত নানা স্থাপত্য, মূর্তি। সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া থেকে শাটলার পিভি সিন্ধু, বক্সার লভলিনা বরগোহাঁই, কুস্তিগির রবি চাহিয়া, বজরং পুনিয়া, ভারোত্তোলক মীরাবাঈ চানু-সহ ক্রীড়াক্ষেত্রে দেশকে গর্বিত করা অ্যাথলিটদের মূর্তি তৈরি করে তাঁদের সম্মান জানানো হবে।