দেশ

উত্তরপ্রদেশে ওয়াইসির গাড়িতে গুলিচালনার ঘটনায় গ্রেফতার ২

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মিরাটে নির্বাচনী প্রচার শেষে দিল্লি ফিরছিলেন তিনি, সেই সময় এই হামলা হয়। ২জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । তারা পুলিশকে জানিয়েছে, ওয়াইসির হিন্দু-বিরোধী ভাষণে আহত হয়ে এই আক্রমণের পরিকল্পনা করে । হাপুরের এসপি দীপক ভুকর জানান, উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারের পর দিল্লি ফিরছিলেন এআইএমআইএম সাংসদ । ধৃত দুজন একে অপরের বন্ধু । একজনকে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ধরে ফেলে । জানা গিয়েছে, তার নাম সচিন । সে গ্রেটার নয়ডার বাদলপুর গ্রামে থাকে । দ্বিতীয়জনের নাম শুভম । তাকে গাজিয়াবাদ জেলার সিহানি গেট থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ।এই ঘটনার পর টুইটারে ওয়াইসি লেখেন, “মিরাটের কিথাউরে নির্বাচনী সভা সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। ছাজারসি টোল প্লাজার কাছে আমার গাড়ি লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায় দুজন । ৩-৪ লোক ছিল । আমার গাড়ির টায়ার পাংচার হয়ে যায় । আমি অন্য গাড়িতে আসি ।” তাঁর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি ।ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং অভিযুক্তরা এখন জেলে, জানিয়েছেন ওয়াইসি ।