কোচবিহারের দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। সেই হিসেবে তৃণমূল কংগ্রেসের দখলে দিনহাটা পুরসভা। বুধবার মনোনয়ন জমার শেষদিনে ৭টি আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। বৃহস্পতিবার স্ক্রুটিনিতে হলফনামা না-থাকায় এবং প্রস্তাবকের স্বাক্ষর সঠিক না-থাকায় আরও ৬টি আসনের মনোনয়ন বাতিল হয়ে যায়। শেষমেশ ১৩টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ১৩টি আসনে জয়লাভ করায় সবুজ আবির খেলায় মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। গতকাল বিজেপির তরফে ২, ৪, ৫, ৬, ৭, ৮, ১০ এবং ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সিপিআইএম ২, ৪, ৭ এবং ১৪ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছিল। ৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ স্ক্রুটিনিতে হলফনামা না-থাকায় সিপিআইএমের সবকটি প্রার্থী বাতিল হয়ে যায়। এবং বাকি ওয়ার্ডগুলোতে প্রার্থীদের প্রস্তাবকের স্বাক্ষর না থাকায় সেগুলো বাতিল করা হয়।