শুক্রবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক। দলের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় সহ কর্মসমিতির ২০ জন সদস্যই আজ বৈঠকে হাজির থাকবেন বলে তৃণমূল সূত্রের খবর। এই বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও দলের আগামী রণকৌশল নিয়েও আলোচনা হতে পারে। তৃণমূল সূত্রের খবর, শুক্রবার নতুন জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে নেত্রী বাকি পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন। কারা কোন পদ পাবেন, তা নিয়ে দলে ভিতরে তো বটেই, রাজনৈতিক মহলেও কৌতূহল থাকছে। ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকবে কি থাকবে না, সে ব্যাপারেও নেত্রী আজকের বৈঠকে স্পষ্ট ইঙ্গিত দিতে পারেন বলে মনে করা হচ্ছে। ৩ পুরসভার মেয়র পদ নিয়েও আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত শনিবার নেত্রীর কালীঘাটের বাড়ির বৈঠকে নতুন কর্মসমিতির ২০ জন সদস্যের নাম চূড়ান্ত হয়। একই সঙ্গে দলের জাতীয় স্তরের সমস্ত পদ অবলুপ্ত বলে ঘোষণা করা হয়। বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, কর্মসমিতির পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরের সমস্ত পদ অবলুপ্ত হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী-সহ অনেক নেতাই পদহীন হয়ে পড়েন।