বিদেশ

ভারতীয়দের ইউক্রেন ছাড়ার নির্দেশ দূতাবাসের

ক্রমেই ঘোরাল হচ্ছে পরিস্থিতি ৷ রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সম্ভাবনা বাড়ছে বৈ কমছে না ৷ এই পরিস্থিতিতে অবিলম্বে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিল সেদেশের ভারতীয় দূতাবাস ৷ বিশেষ প্রয়োজন ছাড়া এই মূহুর্তে ইউক্রেনে থাকতে পারবেন না ভারতীয়রা। দেশে ফিরতে না পারলেও ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সাময়িকভাবে পূর্ব ইউরোপের দেশগুলিতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এক বিবৃতিতে ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানিয়েছে, “ইউক্রেনের পরিস্থিতি উদ্বেগ এবং অনিশ্চয়তা বাড়াচ্ছে ক্রমশ ৷ তাই যে সকল ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের এদেশে থাকা জরুরি নয়, তারা সাময়িকভাবে ইউক্রেন ছাড়ুক ৷” জরুরি ভিত্তিতে তাদের বিমান পরিষেবা পেতেও কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে সেদেশের ভারতীয় দূতাবাস ৷ বিমানের নিয়মিত আপডেট পেতে পড়ুয়াদের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং টুইটারে চোখ রাখতে বলা হয়েছে ৷ ২০২০ সরকারি তথ্য অনুযায়ী ইউক্রেনে প্রায় ১৮ হাজার ভারতীয় পড়ুয়ার বাস ৷