ফের বিজেপি বিরোধী জোটের বৈঠক ডাকতে চলেছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। বিরোধীদের ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হবে বলে জানা যাচ্ছে। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া আর মণিপুরের ভোটের ফল। স্পষ্ট হয়ে যাবে কংগ্রেসের শক্তি বাড়ল, নাকি কমল। জানা যাবে, কতটা কমল নরেন্দ্র মোদির ক্যারিশ্মা। সেটি দেখেই দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকা হবে বলে জানা গিয়েছে। আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তাই ওই সময়ে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ২০২১ সালের ২০ আগস্টে হয়েছিল বিরোধীদের বৈঠক। তবে সেবার তা হয়েছিল ভার্চুয়াল। এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই এবার ওই বৈঠক সশরীরে হতে পারে।