কলকাতা

শিল্প ও কর্মসংস্থানের একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘শিল্প ও কর্মসংস্থানই লক্ষ্য।’ সেইমতোই রাজ্যের বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গড়ে উঠছে নানা প্রকল্প। যাতে কর্মসংস্থান হবে। এই নিয়ে বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে শিল্পবান্ধব পরিবেশ বানাতে এদিন নবান্নে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি উদ্বোধন করেন দুটি নতুন প্রযুক্তির। রাজ্যের সমস্ত ডেটা ও দফতরকে যারা শিল্প গড়তে দক্ষ তাদের জন্য বিশেষ পোর্টালের উদ্বোধন করেন। যাতে শিল্প থেকে পরিবহণ, পরিবেশ, বিদ্যুৎ দফতর সবই থাকবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন দফতরের ডকুমেন্ট ও কোনও ব্যক্তি বিশেষের তথ্য জানার জন্য ডকুমেন্ট সংক্রান্ত পোর্টাল ‘i cloud bengal’-এর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বানতলায় জুতো শিল্পের ক্ষেত্র তৈরি হবে। চাকরি হবে পাঁচ লক্ষাধিক। দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন হবে। আরও বড় কাজের পরিকল্পনা আছে। পুরুলিয়ার জঙ্গল মহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। ৬০০ একর জমি বন্টন হয়েছে। আরও অনেক জমি নেওয়ার প্রস্তাব এসেছে। এখানেও চাকরি হবে স্থানীয়দের। এছাড়াও দেউচা-পাঁচামিতে কয়লা খনি। অশোকনগরে তেল উৎপাদন কেন্দ্র, তাজপুরে গভীর সমুদ্র বন্দর। সব হচ্ছে। আগামী ২০-২১ তারিখ বিশ্ব বাংলা গ্লোবাল বিজনেস সামিট রয়েছে। সেখানে করোনার জন্য বিদেশী বিনিয়োগকারীরা আসবেন কিনা জানা নেই, তবে দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাচ্ছি।’

রাজ্য জুড়ে ভেজাল কারবার ও ঠকবাজি বেড়েছে। যার শিকার হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের মাঝেই এমনটাই জানালেন মমতা। রাজ্যে বিভিন্ন ভেজাল কারবার অর্থাৎ দুধ, পোস্ত, জিরে-র ভেজাল কারবারের খোঁজ পাওয়া যায়। যার বিরুদ্ধে তদন্তে নেমে গ্রেফতারও করে ইবি। কিন্তু এবার অভিজাত শপিং মলের তরফে ঠকানো হল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কাল একজনকে একজায়গায় পাঠিয়ে ছিলাম। একটা জিনিস কিনতে পাঠিয়েছিলাম, আমার দরকার ছিল। সে কোনও একটা শপিং মলে গিয়েছিল, নাম বলছি না। আমি অর্ডার দিয়েছি একটি কাপে আর ঢুকিয়ে দিয়েছে অন্য কাপে। যদিও ওই শপিং মলটা সঞ্জীব গোয়াঙ্কের নয়। দেখুন আজকাল এটা হচ্ছে। ধরুন আমি ৫০ টা আম কিনতে পাঠিয়েছে, তার বদলে ৫০ টা পচা আম দিয়ে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শুধুই এই কথা নয়। আমাকে অনেক ডাক্তারবাবু বলছে, বাজারে নাকি ভেজাল ওষুধে ভরে গিয়েছে। ওই ওষুধ নাকি বাজারে প্রচুর বিক্রি হচ্ছে। বোঝাও মুশকিল ওটা ভেজাল কিনা।’