বিদেশ

‘ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান’, ঘোষণা পুতিনের

ইউক্রেনে মিসাইল ও রকেট হামলার রাশিয়ার

ইউক্রেনে সামরিক হামলার কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ কিন্তু ইউক্রেনবাসীকে কোনও ভাবে বিপদে না ফেলা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ রাশিয়ার টেলিভিশনে একটি বিবৃতিতে পুতিন জানান, ইউক্রেনের কাছ থেকে হুমকি পাওয়ার পরই এই পদক্ষেপ ৷ তাঁর দাবি, এমনিতে ইউক্রেন অধিকারের লক্ষ্য ছিল না রাশিয়ার ৷ এর ফলে রক্তাক্ত ফলাফলের জন্য ইউক্রেন সরকারকে দায়ী করেছেন পুতিন ৷ তিনি বলেন, রুশ সামরিক অভিযানের লক্ষ্য ইউক্রেনের ‘অসামরিকীকরণ’ নিশ্চিত করা। পুতিন বলেছেন যে সমস্ত ইউক্রেনীয় সেনা যারা অস্ত্র ত্যাগ করবেন তারা নিরাপদে যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে সক্ষম হবেন। পুতিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের উপরে রাশিয়ার আক্রমণের প্রতিশোধ হিসেবে রাশিয়ার অর্থনীতি এবং পুতিনের সহজগিদের উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। পুতিনের এহেন আক্রমণাত্মক ঘোষণার পরেই বন্দর শহর মারিউপোল, ইউক্রেনের ওডেসা, খারকিভ থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম৷  ইতিমধ্যেই রাশিয়ার হামলায় ইউক্রেনের নৌসেনার প্রচুর ক্ষয়ক্ষতি। এমনটাই জানিয়েছেন সেই দেশের আধিকারিকরা।  মিসাইল ও রকেট হামলার কারণে কিয়েভ ও খার্কিভে ইউক্রেনের সেনা কম্যান্ডের পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।