কলকাতা

বাংলা থেকে ইউক্রেনে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে চালু হল কন্ট্রোল রুম

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়া বাংলার পড়ুয়া ও অন্যান্যদের ঘরে ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন খুলল রাজ্য সরকার।

ইউক্রেনে আটকে পড়া পশ্চিমবঙ্গের পড়ুয়া সহ অন্যান্য লোকদের উদ্ধারে সাহায্য করার জন্য চালু হল একটি কন্ট্রোল রুম। একজন সিনিয়র আইএএস অফিসারের অধীনে ডাবলুবিসিএস আধিকারিকদের দিয়ে রাজ্যের এই কন্ট্রোল রুমটি পরিচালিত হবে। কন্ট্রোল রুমের হেল্প নম্বর ০৩৩-২২১৪৩৫২৬/ ১০৭০ যদি ইউক্রেনে আটকা পড়া পশ্চিমবঙ্গের কোনও ব্যক্তির তথ্য পাওয়া যায়, তাহলে নতুন দিল্লিতে বিদেশমন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগ ও ইউক্রেনের ভারতীয় মিশনের কাছে বিষয়টি মেইল করে জানাতে বলা হয়েছে। যাতে তাঁকে দ্রুত সরিয়ে নেওয়া যায়। ওই ব্যক্তির বর্তমান অবস্থান, যোগাযোগের বিবরণ ও পাসপোর্টের বিশদ তথ্য অন্তর্ভুক্ত থাকলে এটি সহায়ক হবে। এব্যাপারে ই-মেইল আইডি: [email protected]