জেলা

হার নিশ্চিত জেনে বুথে বুথে ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ বিজেপি প্রার্থীদের

১০৮ পুরসভায় চলছে ভোটগ্রহণ। সর্বত্রই ভোটের চিত্র ধরা পড়ছে ক্যামেরায়। কম-বেশি অশান্ত ও অভাব-অভিযোগের খবর ধরা পড়ছে ক্যামেরায়। এর মাঝেই ভোটে নতুন ফন্দি এঁটেছে রাজ্য বিজেপি(BJP)। হার নিশ্চিত জেনেই ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ করছেন বিজেপি প্রার্থীরা। একুশের নির্বাচনে ‘গোহারা’ হার ও কলকাতা সহ আরও চার পুরনিগম ও উপনির্বাচনে হারের ধাক্কা সামলাতে পারেনি রাজ্য বিজেপি(BJP)। তাই ১০৮ পুরসভায় জনসমর্থন নেই জেনেই ইভিএম ভেঙে ক্ষোভপ্রকাশ করছেন বিজেপি(BJP) প্রার্থীরা। বারাসাত, বসিরহাট ও ভাটপাড়া তিন পুরসভায় বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ ইভিএম ভেঙে দেওয়ার। বারাসতের ৭ নম্বর ওয়ার্ড, বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ভাটপাড়ায় ৯ নম্বর ওয়ার্ডে বুথের ভিতর ঢুকে ইভিএম ভাঙার অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই বিজেপি প্রার্থী অর্থাৎ বারাসাত ও বসিরহাটের সংশ্লিষ্ট বুথের প্রার্থীকে আটক করেছে পুলিশ। বারাসাতের বিজেপি প্রার্থী শ্যামলী দাস, বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি(BJP) প্রার্থী সুজয় চন্দ্র ইভিএম ভাঙচুর করেন। দু’জনকেই আটক করেছে পুলিশ। বিজেপি প্রার্থীদের অভিযোগ সর্বত্র ছাপ্পা চলছে। তাই তাঁরা ইভিএম ভেঙেছেন।