দেশ

রাশিয়াকে আর্থিক সাহায্যের জন্য টুইট জেপি নাড্ডার!

যুদ্ধ চলছে ইউক্রেনে। যদিও ইউক্রেনের উপর রুশ বাহিনীর হামলার প্রেক্ষিতে ভারতের অবস্থান ‘নিরপেক্ষ’। রাষ্ট্রসংঘে হিংসার নিন্দা জানালেও সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি ভারত। বরং উল্টে হিংসা বন্ধের আর্জি জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার আনা ‘নিন্দা প্রস্তাবে’ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। এই পরিস্থিতিতে রবিবার সকালে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল। আর সেখান থেকে ট্যুইট করে রাশিয়ার পাশে দাঁড়ানোর কথা জানানো হল। হ্যাক হওয়ার পর ওই ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ”রাশিয়ার আর্থিক সহায়তার প্রয়োজন। ক্রিপ্টোকারেন্সি মারফত মুক্ত হস্তে দান করুন।” হ্যাকাররা তাঁর টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে রাশিয়ার জন্য আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছে। হিন্দিতেও সেই আর্জি জানানো হয়। যদিও বেশিক্ষণ এই পরিস্থিতি থাকেনি। পাঁচ মিনিটের মধ্যেই জেপি নাড্ডার অ্যাকাউন্ট উদ্ধার করা হয়।