কলকাতা

রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপাল জগদীপ ধনকড়ের

পুরভোটে অশান্তির খবরে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার তিনি রাজভবনে ডেকে পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে। রবিবার ভোট মিটতেই রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, নির্বাচনে অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে। কমিশন শান্তিপূর্ণ ভোট করতে পারেনি। সেই কারণেই কমিশনার সৌরভ দাসকে রাজভবনে তলব করা হয়েছে। পরে রাজ্যপাল সাংবাদিকদের কাছে বলেন, ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে উঠেছে। এই পরিস্থিতি মানতে আমার কষ্ট হচ্ছে। পুলিস প্রশাসনের একাংশ একটি পক্ষের খোলাখুলি সমর্থক হয়ে গিয়েছে।’ তাঁর অভিযোগ, পাঁচ রাজ্যের ভোটে যা হয়নি, তা সবকিছুই হয়েছে রবিবারের পুরভোটে। রাজ্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এসব নিয়ে আলোচনার জন্যই কমিশনারকে সোমবার ডেকে পাঠিয়েছি। ‘ এদিনও তাঁর মন্তব্য, রাজ্যে আইনের শাসন নেই। আছে শুধু শাসকের আইন। সোমবার তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন কি না, জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার এদিন সন্ধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।