বিদেশ

ইউক্রেনে মৃত্যু হল আরও এক ভারতীয় পড়ুয়ার

মঙ্গলবার খারকিভে খাবার কিনতে গিয়ে রুশ বোমা হামলায় প্রাণ হারাতে হয়েছিল ভারতীয় পড়ুয়া নবীন শেখরগৌড়াকে। আর তার ২৪ ঘন্টার মধ্যে চারিদিকে যুদ্ধ দেখে আতঙ্কিত হয়ে হৃদরোগে মৃত্যু হল আরও এক ভারতীয় পড়ুয়ার। নিহতের নাম চন্দন জিন্দল। ২২ বছরের চন্দন পঞ্জাব থেকে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিল। এ নিয়ে পর পর দুই দিনে দুই ভারতীয পড়ুয়ার মৃত্যু হলো। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেনে আটকে থাকা অন্যান্য ভারতীয় পড়ুয়ারা। ছেলের মৃতদেহ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন নিহত চন্দনের বাবা। অন্যদিকে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিয়েভে রুশ আক্রমণের ঝাঁজ বাড়ায় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই ভারতীয় পড়ুয়াদের কিয়েভ ছাড়ার জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। নির্দেশিকায় বলা হয়েছে, কাল বিলম্ব না করে অবিলম্বে কিয়েভ ছেড়ে নিরাপদ কোনও জায়গায় চলে যেতে হবে। কিন্তু গোটা ইউক্রেন এই মুহুর্তে নিরাপদ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের বারনালার বাসিন্দা ২২ বছরের চন্দন জিন্দল ডাক্তারি পড়তে ইউক্রেনের ভিনিৎসিয়ায় গিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরেই আতঙ্কিত হয়ে পড়েন। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ভিনিৎসিয়ার এমার্জেন্সি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকালে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি।