বিদেশ

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা! ইউক্রেনে পরমাণু হামলার হুঁশিয়ারি রুশ বিদেশমন্ত্রীর

 ইউক্রেন দখলের জন্য মরিয়া রাশিয়া ৷ বুধবার দেশের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ শহর খেরসনের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী ৷ তারমধ্যেই কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৷ তাঁর হুঁশিয়ারি, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ‘পারমাণবিক ও ধ্বংসাত্মক’ ৷ একইসঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধে রাশিয়া ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না। ল্যাভরভ বলেন, ‘‘আমরা দ্বিতীয় দফার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেন আমেরিকার অঙ্গুলিহেলনে চলছে।’’ বুধবার ইউক্রেনের উপরে রাশিয়ার হানা সপ্তম দিনে

পড়েছে ৷ সময় যত এগোচ্ছে, কিভ এবং অন্যান্য বড় শহরগুলিতে লড়াই ততই তীব্র হচ্ছে । তারমধ্যেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বিশ্বব্যাংক ৷ ৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়া হবে তাদের তরফে ৷ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ১.৪ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছে ৷ রাশিয়াকে কোণঠাসা করার সবরকম ব্যবস্থা নিচ্ছে আমেরিকাও ৷ আমেরিকার আকাশে রুশ বিমানকে নিষিদ্ধ ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ৷