ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক প্রভাবিত হবে না ৷ চুক্তি অনুযায়ী রাশিয়া ভারতে এস-400 মিসাইল সরবরাহ করবে ৷ রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলি যতই নিষেধাজ্ঞা জারি করলেও, ভারতকে ক্ষেপণাস্ত্র পাঠাবে রাশিয়া ৷ রাশিয়ার ভাবী রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, “100 শতাংশ নিশ্চিন্তে থাকুন, এস-400 চুক্তি কোনওভাবে ব্যাহত হবে না ৷ আমাদের উপর অনেকগুলি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এরপর বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তার প্রভাব শেষ পর্যন্ত কী হয়, তা দেখতে হবে ৷” ইউক্রেন আক্রমণের ফলে পশ্চিমী দেশগুলি পুতিনের দেশের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ৷ 2018-র অক্টোবরে এস-400 মিসাইল নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে 500 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয় ৷ যদিও সেই সময় আমেরিকার গদিতে থাকা ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল ৷ দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক কৌশল এখনও রয়েছে এবং ব্যবসা-বাণিজ্যও হবে জাতীয় মুদ্রায়, জানান আলিপভ ৷ তবে এখন ভারতের উপর অনেক কিছু নির্ভর করছে, প্রশ্ন তোলেন তিনি ৷ কারণ আমেরিকা এবং ইউরোপের বাজারে নানারকম বাধানিষেধের সম্মুখীন হচ্ছে রাশিয়া ৷ তবে রাশিয়ার অর্থনীতি এখনও স্থিতিশীল জানিয়ে ডেনিস আলিপভ বলেন, “আমি বিশ্বাস করি এই সংকট প্রতিরোধ করতে পারব ৷” ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক পশ্চিমী দুনিয়ার উপর নির্ভর করে না, তা নিশ্চিত করলেন রাশিয়ার প্রতিনিধি ৷