কলকাতা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করল ৩০টি দেশ

চলতি মাসের শেষেই ফের বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর ৷ যার জেরে তুঙ্গে প্রস্তুতি ৷ ২০২২ বিজিবিএসে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করল ৩০টি দেশ। বৃহস্পতিবার বিভিন্ন দেশের দূতাবাসের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । সেখানেই স্পষ্ট হয়েছে বিষয়টি। নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই ঠিক হয়েছিল বিভিন্ন দেশের দূতাবাসগুলোর সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব । সেই মত এদিন প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে রাজ্যের তরফে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সংক্রান্ত যাবতীয় তথ্য সম্ভাব্য অতিথি দেশগুলোর সামনে তুলে ধরা হয় । নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে ৩০টি দেশের কনসাল জেনারেলরা রাজ্যে বিনিয়োগে করতে আগ্রহ প্রকাশ করেছেন । এই ইচ্ছাপ্রকাশ রাজ্যের পক্ষে যে যথেষ্ট ইতিবাচক দিক, সেটা বলাই বাহুল্য ।