অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখতে চলেছে রাশিয়া৷ শনিবার সেদেশের উড়ান সংস্থা অ্যারোফ্লোট জানিয়েছে, আগামী ৮ মার্চ থেকে তাদের কোনও বিমান অন্য দেশের মাটি ছোবে না৷ ব্যতিক্রম একমাত্র বেলারুস৷ এছাড়া অভ্যন্তরীণ রুটে বিমান পরিষেবা যেমন চলছিল তেমনই চলবে৷ যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখাই উচিত বলে দিন কয়েক আগে সুপারিশ করেছিল সেদেশের বিমান পরিবহণ কর্তৃপক্ষ৷ জানিয়েছিল, ৬ মার্চ থেকে কার্গো বিমান এবং ৮ মার্চ থেকে যাত্রীবাহি উড়ান পরিষেবা বন্ধ রাখার৷ সেই সুপারিশ মেনে নিয়েছে মস্কো৷ বিবৃতি দিয়ে অ্যারোফ্লোট জানিয়েছে, নয়া পরিস্থিতিতে বিমান চলাচলে সমস্যা হচ্ছে৷ তাই ৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত আন্তর্জাতিক রুটে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হচ্ছে৷ কেবলমাত্র পার্শ্ববর্তী বেলারুসে উড়ান পরিষেবা আগের সময়সূচি মেনেই চলবে৷ এদিকে ইউক্রেনের মারিউপোল এবং ভোলনোভাখায় আটকে পড়া নাগরিকদের বের করে আনতে দুই পক্ষই কয়েকঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে৷ কিন্তু ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাশিয়া শেলিং শুরু করেছে৷ যার জেরে থমকে যায় উদ্ধারকাজ৷ রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনাই বোমা ছুড়ে মারছে৷