এখনও ইউক্রেনে আটকে বহু ভারতীয় ৷ ভারতে রাশিয়ান দূতাবাসের টুইটার ‘রাশিয়া ইন ইন্ডিয়া’-র তরফে একটি টুইট করে জানানো হয়েছে, গতকাল যুদ্ধবিরতির সময় রুশ সেনার উপর আক্রমণ করা হয় ৷ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলি থেকে ইউক্রেনবাসী এবং বিদেশি নাগরিকদের বের করে আনতে চেয়েছে রাশিয়া ৷ মারিউপোল ও ভোলনোভাখায় করিডর খোলা থাকছে ৷ কিন্তু ইউক্রেনের সেনা বাসিন্দাদের বেরতে দিচ্ছে না ৷ এমনকি বর্ণবৈষম্য করছে ইউক্রেন ৷ বিশেষত ভারত, ইজ়রায়েল, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইজিপ্ট-এর বাসিন্দাদের সঙ্গে বলে অভিযোগ রাশিয়ার ৷ রাশিয়ার সামরিক আধিকারিক মিখাইল মিজিনস্টেভ একটি বিবৃতি পোস্ট করেছেন ওই টুইটারে ৷ তিনি দাবি করেছেন, দুর্ভাগ্যবশত ইউক্রেনের পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে ৷ এমন দুঃসময়ে রাশিয়া ইউক্রেনবাসীর মানবিক দিকগুলি পূরণ করার সব রকম চেষ্টা করছে ৷ ইউক্রেন পরিচালনা করছে নিও-নাজি এবং বান্ডেরা গোষ্ঠী ৷ আর একজোট হওয়া পশ্চিমি দেশগুলি, আন্তর্জাতিক সংগঠনগুলিও মানুষের এই দুরবস্থা না দেখার ভান করছে ৷ ইউরোপের নাম না করলেও তাদের দিকে আঙুল তোলেন সামরিক আধিকারিক মিখাইল ৷