আটকে পড়া ভারতীয়দের এখুনি যোগাযোগ করার নির্দেশ দিল কিভ-এর ভারতীয় দূতাবাস ৷ ‘ইন্ডিয়া ইন ইউক্রেন’-এর তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের ৷টুইটারে একটি ফর্ম দেওয়া হয়েছে ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের এই গুগল ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে জরুরি ভিত্তিতে ৷ টুইটারে ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ সংকটের মধ্যেও শক্ত থাকার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ উদ্ধারকার্য চলছে ৷ এর আগে টুইটারে পিসোচিন অঞ্চল থেকে ভারতীয়দের বের করে আনার কথা জানানো হয়েছিল ৷ ভারতীয় সেনাবাহিনী একটি টুইট করে জানিয়েছে, ২ হাজার ২৬৬ জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে ৷ ৫ তারিখে করা টুইটে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩টি আইএএফ সি-১৭ বিমান ৬২৯ জন ভারতীয়কে নিয়ে এয়ারবেসে ফিরেছে ৷ তাঁদের পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে ৷