কলকাতা

মাধ্যমিকে নকল রুখতে কড়া পদক্ষেপ, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাত পোহালেই শুরু মাধ্যমিক। নকল রুখতে প্রয়োজনে এবার ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য। স্বরাষ্ট্র দফতর থেকে নির্দেশিকা জারি করা হল, মাধ্যমিক শুরু হওয়ার পর যদি কোথাও টোকাটুকি বা গন্ডগোল হয়, সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও লাগোয়া এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিতে পারেন জেলাশাসক ও পুলিস সুপার। কতক্ষণ? পরীক্ষা চলাকালীন অর্থাৎ ৩ ঘণ্টা। শুধু তাই নয়, এজন্য রাজ্যের বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে বলে খবর।বেআইনি কার্যকলাপ রুখতে আগামী কয়েকদিনে সকাল ১১টা থেকে বিকেল ৩টে ১৫মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হবে ৷ নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম জেলায় ইন্টারনেট টেলিফোনিং এবং মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বেআইনি কার্যকলাপ ঘটানোর পরিকল্পনা রয়েছে ৷ তাই আগাম সুরক্ষা হিসেবে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পনেরো পর্যন্ত বন্ধ রাখা হবে ৷ মূলত ৭-৯ মার্চ, ১১ ও ১২ মার্চ এবং ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত অর্থাৎ, ৮ দিন ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে ৷ নির্দেশিকায় বলা হয়েছে, প্রশাসন কোনও সমস্যা তৈরি হওয়া বা সরকারি আধিকারিক, অথবা সাধারণ মানুষের প্রাণসংশয় হোক এমন ঝুঁকি নিতে নারাজ ৷ তবে, উপরে উল্লেখিত জেলাগুলির সর্বত্র এই বিধিনিষেধ থাকবে না ৷ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই জেলাগুলির একাধিক ব্লকে এই বিধিনিষেধ জারি করা হবে ৷ তবে, সাধারণ ফোন কল ও এসএমএস পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর ৷