আগামীকাল থেকে শুরু মাধ্যমিক ৷ পরীক্ষার আগের দিনও অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের বাসুলডাঙায় ৷মিরজানা খাতুন নামে ওই ছাত্রী ডায়মন্ডহারবার গার্লস হাইস্কুলের ২০২২-র মাধ্যমিক পরীক্ষার্থী ৷ অ্যাডমিট কার্ড আনতে গেলে স্কুলের তরফে জানানো হয়, তার অ্যাডমিট কার্ড আসেনি ৷ এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী । রবিবার সকালে বাড়িতে আত্মহত্যার চেষ্টা করার সময় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ৷ছাত্রী ও তার পরিবারের দাবি, রেজিস্ট্রেশন-সহ অন্যান্য যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করলেও স্কুলের গাফিলতির কারণে মাধ্যমিকের অ্যাডমিট আসেনি । আর অ্যাডমিট না পাওয়ায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারবে না মিরজানা । এটা ভবেই ভেঙে পড়ে ওই ছাত্রী ৷ মিরজানার কথায়, ফর্ম ফিলাপ করা থেকে শুরু করে প্রোজেক্ট জমা করা সবই করা হয়ে গিয়েছে ৷
তবুও স্কুল থেকে জোর করে তার কাছ থেকে লিখিয়ে নেওয়া হয় যে, অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য সে নিজেই দায়ী ৷ এমনকি স্কুলের প্রধান শিক্ষিকা তাকে বলে এক বছর পরীক্ষায় না বসলে এমন কিছু এসে যায় না ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষের তরফে প্রধান শিক্ষিকা মানসী মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে স্কুলের সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি ওই ছাত্রী ৷ রেজিস্ট্রেশন করার পর তা ভেরিফিকেশন করার জন্যও স্কুলে আসেনি, ফর্ম ফিল আপও করেনি ৷ এই কারণের জন্য তার অ্যাডমিট আসেনি । এই ঘটনার কথা জানতে পেরে দ্রুত পদক্ষেপ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ছাত্রীকে দ্রুত অ্যাডমিট কার্ড পাঠানোর জন্য শিক্ষা দফতরকে আবেদন জানিয়েছেন তিনি। সূত্রের খবর, শিক্ষা দফতরের তরফে ওই স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়। শীঘ্রই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন ওই ছাত্রী।