ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে, যখন তাঁদের সমস্ত শর্ত পূরণ হবে
ইউক্রেন আত্মসমর্পণ করলেই রাশিয়া যুদ্ধ বন্ধ করবে রাশিয়া৷ আজ এমনটাই স্পষ্ট জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন৷ তার আগে কোনও ভাবেই যুদ্ধ বন্ধ হবে না৷ পুতিনের আরও বক্তব্য, শুধু আত্মসমপর্ণ করলেই হবে না৷ রাশিয়ার যে দাবি-দাওয়া আছে সম্পূর্ণ রূপেপূরণ করতে হবে ইউক্রেনকে৷ তারপরেই আলোচনায় প্রস্তুত আছে রাশিয়া৷ একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিউপোল থেকে নাগরিকদের নিরাপদ যাত্রা রবিবারও আটকে দেওয়া হয়েছে৷ রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এমনটাই জানিয়েছে। দুই কার্ডে লেনদেন সংক্রান্ত সংস্থা মাস্টার কার্ড এবং ভিসা পরিষেবা রাশিয়ায় বন্ধ করার কথা ঘোষণা করেছে আমেরিকা৷ বাধ্য হয়ে পরিস্থিতি মোকাবিলায় চীনের ইউনিয়নপে সিস্টেম ব্যবহার করে কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে রাশিয়ান ব্যাঙ্কগুলি৷ শনিবার গ্লোবাল পেমেন্ট সংস্থাগুলি ঘোষণা করেছে, রাশিয়ান ভিসা এবং মাস্টারকার্ড ব্যাঙ্ক কার্ডগুলি আর বিদেশে বৈধ থাকবে না৷ বিদেশে জারি করা কার্ডগুলি আর রাশিয়ায় কাজ করবে না৷ ইউক্রেন থেকে এ পর্যন্ত ৭৬টি উড়ানের মাধ্যমে ১৫ হাজার ৯২০ জনেরও বেশি ভারতীয় পড়ুয়াকে সরিয়ে নেওয়া হয়েছে৷