কলকাতা

অখিলেশকে জোর করে হারানো হয়েছে, উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি: মমতা

উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের পরাজয়ের নেপথ্যে রয়েছে ইভিএমে কারচুপি৷ বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার দেশের সবথেকে বড় রাজ্যের ভোটের গণনা ছিল৷ ইতিহাস গড়ে ‘রাম রাজ্যে’ ফিরে এসেছেন সেই যোগী আদিত্যনাথ৷ কিন্তু এই নির্বাচনে মানুষের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গণনার ২৪ ঘণ্টার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, অখিলেশকে জোর করে হারানো হয়েছে৷ ভোট যন্ত্রের ফরেনসিক তদন্ত হওয়া উচিত৷ অখিলেশকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশে দু’বার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ভোট প্রচারে৷ শেষ দফার ভোটের আগে নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে গিয়েছিলেন মমতা৷ সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের হামলার মুখে পড়েন তিনি৷ পরে ভোট প্রচারের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, উত্তরপ্রদেশের মা-বোনেরা বিজেপি ছুড়ে ফেলে দিয়ে তাঁর অপমানের বদলা নেবে৷ কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি৷ অনেক আশা জাগিয়েও উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারেননি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷ বৃহস্পতিবারের গণনার পর দেখা গেল, রাম রাজ্য হাতছাড়া হল না বিজেপির৷ যদিও ২০১৭-র তুলনায় বিজেপির আসন সংখ্যা অনেকটাই কমেছে৷ সেখানে সমাজবাদী পার্টির প্রাপ্ত ভোটের হার অনেকটাই বেড়েছে৷ সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে মমতা বলেন, অখিলেশের ভোট ২১ শতাংশ থেকে ৩৭ শতাংশ হয়েছে৷ আসন সংখ্যা বেড়েছে ৭৮টি৷ উত্তরপ্রদেশে ৫৪টি আসন হারিয়েছে বিজেপি৷ ইভিএম কারচুপির অভিযোগ ছিল৷ অখিলেশকে জোর করে হারানো হয়েছে৷’ উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ২০২২-এ উত্তরপ্রদেশে জয়ই ২০২৪-এর লাইন তৈরি করে দিয়েছে৷ অর্থাৎ বিরোধীদের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, এই রায় ২০২৪-এর লোকসভা ভোটে দিল্লির ক্ষমতার দখলের লড়াইয়ে বিজেপিকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল৷ জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কয়েকটা রাজ্য জিতে লাফাচ্ছে৷ ২০২৪-এর জন্য লাফাচ্ছে৷ তিনি ইভিএমের ফরেনসিক তদন্তের দাবি তোলেন৷ তাঁর সংযোজন, ২০২৪ সালে কী হবে কেউ জানে না৷ উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে বিজেপি, তাতে বিজেপির ভালো হবে না৷ একইসঙ্গে সপা প্রধান অখিলেশ যাদবকে এই হারের পর ভেঙে না-পড়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার অগ্নিকন্যার কথায়, “কয়েকটা রাজ্যে জিতেই লাফালাফি করছে বিজেপি ৷ কিন্তু ২০২৪ অত সহজ নয় ৷” পাশাপাশি এদিনের সাংবাদিক সম্মেলনে 2024 লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বিরোধী অকংগ্রেসী দলগুলোকে একজোট হওয়ারও বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, কংগ্রেসের উপর ভরসা রাখা যায় না ৷ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইভিএম কারচুপি’ মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি৷