অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত (ICJ)। বুধবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও রায় নিয়ে ১৫ বিচারপতি সহমতে পৌঁছতে পারেননি। ১৩ জন বিচারপতি অবিলম্বে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের পক্ষে মত দিলেও বাকি দুই বিচারপতি তাঁদের সঙ্গে সহমত পোষণ করেননি। যদিও আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানতে বাধ্য নয় রাশিয়া। আইনজীবীদের মতে, আন্তর্জাতিক আদালতের এমন নির্দেশ কার্যত পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল মার্কিন ও পশ্চিমী দেশগুলির মদতপুষ্ঠ ইউক্রেন সরকার। আর সেই আবেদন পাওয়ার পরেই তড়িঘড়ি শুনানির বন্দোবস্ত করেছিল আন্তর্জাতিক আদালত। আফগানিস্তান-ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণার সময়ে এত তৎপরতা লক্ষ্য করা যায়নি। গত ৭ মার্চ আন্তর্জাতিক আদালতে এ সংক্রান্ত প্রথম শুনানির সময়ে রাশিয়ার পক্ষে কোনও আইনজীবী হাজির হননি। ফলে ভেস্তে গিয়েছিল শুনানি। এদিন শুনানি শেষে একতরফাভাবেই রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা। যদিও আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানার কোনও বাধ্যবাধকতা নেই রাশিয়ার। কেননা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভায় ভেটো প্রয়োগ করে ওই রায় খারিজ করার একচেটিয়া অধিকার রয়েছে ভ্লাদিমির পুতিনের দেশের। এর আগে নিকারাগুয়া প্রজাতন্ত্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিবাদেও নিকারাগুয়ার পক্ষে রায় দিয়েছিল আন্তর্জাতিক আদালত। কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা করেনি মার্কিন প্রশাসন। নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করে আন্তর্জাতিক আদালতকে ঠুঁটো জগন্নাথে পরিণত করেছিল।