পৃথক দুর্ঘটনায় জলে ডুবে এদিন হুগলি জেলায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ চুঁচুড়া ও চন্দননগরে এই দুর্ঘটনাগুলি ঘটেছে ৷ চুঁচুড়ার তুলোপট্টি ঘাটে স্নান করতে নেমে এদিন গঙ্গায় তলিয়ে যান রূপম দাস (২৭) নামে এক যুবক । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোলে রং খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামেন ওই যুবক। কিন্তু সে সাঁতার জানত না ৷ ফলে নদীর জলে তলিয়ে যায় রূপম ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট ৷ গঙ্গায় স্পিড বোট নিয়ে তল্লাশি চলছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, কোনও সন্ধান মেলেনি নিখোঁজ ওই যুবকের ৷ ঘটনাস্থলে যান চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তী-সহ পুলিশ আধিকারীকরা। নিখোঁজ যুবক এদিন মদ্যপান করেছিল বলেও জানা গিয়েছে ৷ অন্য একটি দুর্ঘটনায় চুঁচুড়ার ঘণ্টা ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হয়েছে শিবম বসাক (২৯) নামে আরও এক যুবকের । রং খেলার পর গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় সে । পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও এদিন চন্দননগর হাসপাতালে জলে ডুবে মৃত চার জনের দেহ আনা হয় ৷ ময়নাতদন্তের আগেই কয়েকজনের দেহ তাদের বাড়ির লোক ফিরিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ ৷