মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলে এবার নতুন ইতিহাস গড়া হবে বলে দাবি করলেন শত্রুঘ্ন সিনহা। সোমবার মনোনয়নপত্র পেশ করার পর আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, আসানসোলে জিতে সংসদে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমার লড়াই জারি থাকবে। এদিন দুপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী পুনম সিনহাও। মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থীর সঙ্গী হন কর্মী-
সমর্থকরাও। আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে হুড খোলা গাড়িতে চড়ে জেলাশাসকের দফতর পর্যন্ত রোড শো করেন তিনি। ওই মিছিলে পা মেলান আসানসোলের তৃণমূল কর্মী-সমর্থকরা। ঢাক ঢোল বাজিয়ে বিপুল সমারোহের সঙ্গে বার হয় ওই নিছিল। শত্রুঘ্নর সঙ্গী হন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। রবিবার সস্ত্রীক আসানসোলে পৌঁছন শত্রুঘ্ন। আসানসোলে পা রেখেই ভোটযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।