কলকাতা

স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো, হাইকোর্টে জনস্বার্থ মামলা

পশ্চিমবঙ্গ সরকার পোষিত স্কুলগুলির পোশাকে কেন বিশ্ববাংলা লোগো রাখার কথা হচ্ছে? অবিলম্বে এই বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করার আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । সৌমেন হালদার নামে ওই মামলাকারীর বক্তব্য, বিশ্ববাংলা লোগোর মাধ্যমে রাজ্যের হস্তশিল্প ও কুটির শিল্পের প্রচার করা হয় ৷ সেই লোগো কেন স্কুলের ইউনিফর্মে থাকবে ! প্রত্যেক স্কুলের নিজস্ব লোগো থাকে, সেগুলির একটি ঐতিহ্য রয়েছে বলেও হাইকোর্টে জানিয়েছেন মামলাকারী সৌমেন হালদার ৷ সেই ঐতিহ্যকে নষ্ট করে শুধুমাত্র বিশ্ববাংলা লোগোর কেন প্রচার করা হবে এই প্রশ্নও তোলা হয়েছে ৷ মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রচেষ্টা । শাসকদল পরিকল্পনা করেই এটা করেছে । বিজ্ঞপ্তির চতুর্থ পাতায় বিশ্ববাংলা লোগো স্কুল ইউনিফর্মে রাখার কথা বলা হয়েছে । আগামী 31 মার্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই মামলার।” উল্লেখ্য, নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে ছেলেরা নীল প্যান্ট ও সাদা জামা এবং মেয়েরা নীল সালোয়ার কামিজ ও সাদা জামা পরবে । রাজ্যের সমস্ত স্কুলে এই পোশাক বিতরণ করবে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর । দেওয়া হবে ব্যাগও । স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো রাখার নির্দেশও দেওয়া হয়েছে।