কলকাতা

শহরে বেআইনি অস্ত্র সরবরাহ রুখতে যৌথভাবে নজরদারি রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের

 শহর কলকাতায় কিভাবে ঢুকছে বেআইনি অস্ত্র, এবার যৌথভাবে তার খোঁজ নেবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । ইতিমধ্যেই রাজ্য এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি যৌথ বৈঠক হয়েছে। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শহরে এবং রাজ্যে কিভাবে, কোন পথে দিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সরবরাহ হচ্ছে, তা এবার সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা কর্তারা । সূত্রের খবর, কলকাতা পুলিশে যেমন প্রত্যেকটি এলাকায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়, রাজ্য সড়কগুলির উপর সেই ভাবে নাকা চেকিংয়ের ব্যবস্থা নেই । ফলে রাজ্য সড়ক হয়ে অতি সহজেই আগ্নেয়াস্ত্র ঢুকছে রাজ্যে ও তথা শহরে । তাই এবার রাজ্য ও জাতীয় সড়কগুলির উপর নাকা চেকিংয়ের বন্দোবস্ত করা হবে । যদিও এই নিয়ে ডিআইজি সিআইডি অপারেশন মিরাজ খালেদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি । প্রসঙ্গত, অতিসম্প্রতি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় তিলজলা থানা এলাকার হনুমান মন্দির এলাকায় । গুলি চালানোর অভিযোগ ওঠে । তার আগে দোলের দিন রিজেন্ট পার্ক এলাকায় গুলি করে খুন করা হয় এক যুবককে ৷ এর আগেও কসবা, যাদবপুর, গড়ফা, ফুলবাগান, কড়েয়া, পার্কস্ট্রিট-সহ একাধিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে ।