জেলা

ফের বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বন্ধ বিমান পরিষেবা

মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের একবার ফাটল ধরা পড়ল। বিষয়টি নজরে আসার পরই তড়িঘড়ি বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ এদিন মোট ২১টি বিমান বাতিল করা হয়েছে ৷ এদিন পরিদর্শনে এসে ফাটল দেখতে পান বিমানবন্দরের ফিল্ড অফিসাররা । তাঁরা পর্যবেক্ষণে গেলে রানওয়েতে চারটি ফাটল ধরা পড়ে । খবর পেয়ে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা । মঙ্গলবার সকাল থেকে মাত্র একটি বিমান অবতরণ করে । তারপর দিল্লির একটি বিমান গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয় । পাশাপাশি সমস্ত বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু ফাটল ধরা পড়ায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা । যার ফলে বিমানবন্দরের বাইরে যাত্রীদের ভিড় লেগে যায় ৷ এদিন মোট 21টি বিমান পরিষেবা বাতিল করা হয় । বিকেল সাড়ে চারটের আগে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি । রানওয়ে মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে ।