মঙ্গলবার সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের একবার ফাটল ধরা পড়ল। বিষয়টি নজরে আসার পরই তড়িঘড়ি বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ এদিন মোট ২১টি বিমান বাতিল করা হয়েছে ৷ এদিন পরিদর্শনে এসে ফাটল দেখতে পান বিমানবন্দরের ফিল্ড অফিসাররা । তাঁরা পর্যবেক্ষণে গেলে রানওয়েতে চারটি ফাটল ধরা পড়ে । খবর পেয়ে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা । মঙ্গলবার সকাল থেকে মাত্র একটি বিমান অবতরণ করে । তারপর দিল্লির একটি বিমান গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয় । পাশাপাশি সমস্ত বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু ফাটল ধরা পড়ায় যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা । যার ফলে বিমানবন্দরের বাইরে যাত্রীদের ভিড় লেগে যায় ৷ এদিন মোট 21টি বিমান পরিষেবা বাতিল করা হয় । বিকেল সাড়ে চারটের আগে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর শুভ্রমণি পি । রানওয়ে মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে ।