কলকাতা

মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমের বগটুই গ্রামে যাচ্ছেন ফিরহাদ হাকিম

বীরভূমের বগটুই গ্রামে উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে যাচ্ছেন রামপুরহাটের বিধায়ক আশিষ বন্দ্য়োপাধ্যায় এবং লাভপুরের বিধায়ক অভিজৎ সিংহ রানা । সোমবার রাতে বোমার আঘাতে মৃত্যু হয় রামপুরহাট ১ নং ব্লকের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের। এদিন সন্ধেয় রামপুরহাট পৌরসভার বগটুই মোড়ে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। সেই সময় দু’টি বাইকে চেপে ৫ জন দুষ্কৃতী এসে অতর্কিতে হামলা চালায় ভাদু শেখের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় ১০ জনের । এই ঘটনার পর অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্য়মন্ত্রীর হাট উড়ে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে যাচ্ছেন রামপুরহাটের বিধায়ক আশিষ বন্দ্য়োপাধ্যায় ও লাভপুরের বিধায়ক । মূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে পরিস্থিতি পর্যালোচনা এবং উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই ফিরহাদ হাকিমকে পাঠানো হচ্ছে বলে খবর । ইতিমধ্যেই এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। পাশাপাশি এডিজি সিআইডি-এর নেতৃত্বে একটি তদন্তকারী দল দ্রুত রামপুরহাট পৌঁছচ্ছে। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।