রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও প্রয়োজনে রাজ্যে ৩৫৫ অথবা ৩৫৬ ধারা জারির দাবি জানিয়েছেন শুভেন্দু ৷ মঙ্গলবার বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, “আমরা চাই উপপ্রধানের মৃত্যুর ঘটনার তদন্ত এনআইকে এবং রামপুরহাটের গ্রামে অগ্নিকাণ্ডে গণহত্যার ঘটনার তদন্ত সিবিআইকে দিতে হবে ৷ এই দুই ঘটনায় আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাই ৷ কেন্দ্র সরাসরি ৩৫৬ ধারা জারি করবে রাজ্যে নাকি ৩৫৫ ধারা জারি করে ব্যবস্থা নেবে সেটা কেন্দ্র ঠিক করুক ৷” রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনাকে গণহত্যা বলে এদিন দাবি করেছেন বিরোধী দলনেতা ৷ বলেছেন, “তৃণমূল নিজেদের ঝামেলায় ১০-১২টা লোককে পুড়িয়ে মারল। এটা একটা গণহত্যা-গণদাহ । আরেকটা ছোট আঙারিয়ার মতো ঘটনা ৷” এই ঘটনায় রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷