রামপুরহাট হত্যালীলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই ঘটনাকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা ভয়ঙ্কর অপরাধ। অবিলম্বে কঠোর তদন্ত হওয়া উচিত। দশটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরণের ঘটনার পিছনে যারা আছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। বুধবার সকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও সরকারি আইনজীবীকে এজলাসে ডেকে জানিয়ে দেন প্রধান বিচারপতি। দুপুর ২টোয় মামলার শুনানি।