বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভেঙে পড়েছে। এই অভিযোগ করে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখেছেন। তিনি বাংলায় রাষ্ট্রপতির শাসনের দাবি জানিয়েছেন। বীরভূম জেলায় বোমা হামলায় উপপঞ্চায়েত প্রধান নিহত হওয়ার এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহে এই দাবি করেছেন কংগ্রেস নেতা। তাঁর কথায়, গত এক মাসে “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি” এবং ২৬টি রাজনৈতিক হত্যাকাণ্ডের উল্লেখ করে চৌধুরী রাষ্ট্রপতি কোবিন্দকে বীরভূমে ভারতের সংবিধানের ৩৫৫ অনুচ্ছেদ প্রয়োগ করার অনুরোধ করেছেন। তিনি এও বলেন “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। এটা খুবই দুঃখজনক যে গত মাসেই পশ্চিমবঙ্গে ২৬টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। ভোটের সময় হিংসা এবং ভোট-পরবর্তী হিংসায় অনেকের প্রাণ নিয়েছে। গোটা রাজ্য ভয় ও হিংসার কবলে রয়েছে” ।