ক্লোজ করার পর এবার সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে ৷ একইসঙ্গে অপসারণের পর সাসপেন্ড করা হল রামপুরহাটে এসডিপিও সায়ন আহমেদকেও ৷ মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে এসে আইসি, এসডিপিও বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁদের সাসপেন্ড করা হল ৷ এদিন গ্রামে এসে নিহতের পরিজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রামপুরহাটের এসডিপিও ও আইসির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এসডিপিও ও আইসি নিজের দায়িত্ব ঠিক মত পালন করেনি ৷ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই রামপুরহাটের এসডিপিও ও আইসিকে সাসপেন্ড করে দেওয়া হল। ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে রামপুরহাটের এসডিপিওর দায়িত্ব দেওয়া হল ৷