কলকাতা

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। টানা দু’দিন সওয়াল পর্ব চলার পর শুক্রবার সকালে রামপুরহাটের বগটুইয়ে হত্যালীলার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে একটি প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে আদালতে, এটাও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সিট গঠন করা হয়েছিল, তারা সম্পূর্ণ সহযোগিতা করবে সিবিআইকে। আদালত এদিন বলেছে, রামপুরহাটের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী। জনমানসে যথেষ্ট প্রভাব ফেলেছে এই ঘটনা। মানুষের মনে আস্থা জোগাতে উপযুক্ত তদন্তের প্রয়োজন, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। তাই আদালত জনমানসে এর প্রভাবের কথা মাথায় রেখে সিবিআই তদন্তের নির্দেশ দিল।

কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। দিল্লির ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এলাকা পরীক্ষা করাতে হবে। এই অবস্থায় এদিন সকালে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় সিট এ পর্যন্ত যতটুকু তথ্যপ্রমাণ জোগাড় করেছে, তা সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে সিটের হাতে আর কোনও তদন্ত ক্ষমতা রইল না। স্বতঃপ্রণোদিত মামলায় রায় ঘোষণা করে জানাল আদালত। এবার আদালতও জানিয়ে দিল রাজ্য পুলিশের ওপর আর ভরসা করা যাবে না। ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  হাইকোর্টের রায়ের ফলে সিট আর কোনও তদন্ত করতে পারবে না। ধৃতদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। ।