কলকাতা

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৩৭

গত ২৪ ঘন্টায় রাজ্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ জন। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৭২ জনে। নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৭ জনেই থমকে রয়েছে। টানা তিনদিন রাজ্যে মারণ ভাইরাসের ছোবলে কারও মৃত্যু হয়নি। রাজ্যে করোনায় মৃত্যু হার দাঁরিয়েছে এক দশমিক ০.৫ শতাংশে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থতার হারও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ৮০ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৫ হাজার ১৩৭ জন। সুস্থতার হার অবশ্য ৯৮.৯১ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৪৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৩৮ জনে।’ নতুন করে ১৬ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য ০.২৩ শতাংশে।